ফেসবুকের সর্বোচ্চ শেয়ার করা কবরের রহস্য প্রকাশ!
![]() |
ছবিঃডেভ ম্যালিনফ্যান্ট(ফেসবুক) |
১৪৪,৯৯৯ বার শেয়ার করা ফেসবুকের সর্বোচ্চ ভাইরাল পোষ্টের খেতাব পেয়েছে এই কবরের নাম ফলক করা ছবিটি যা পোষ্ট করেছেন একজন আমেরিকান কবর প্রহরী তার নাম হচ্ছে ডেভ ম্যালিনফ্যান্ট।ছবিটি ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর তিনি তার ফেসবুক ওয়ালে পোষ্ট করেন।
এই ছবিটি ভালভাবে খেয়াল করলে দেখতে পাবেন কবরের নাম ফলকের উপর একটি কয়েন রাখা আছে যা একটি মুদ্রা কবরের শীর্ষদেশে স্থাপিত রেখে মৃত সৈনিকদের কে তাদের সম্মান দেয়ার পুরনো আমেরিকান রীতি,একটি পেনি ছেড়ে যাওয়া মানে আপনার পরিদর্শন এর বার্তা প্রকাশ।
সূত্রঃফেসবুক
No comments