আমেরিকার ক্রিমিনাল ইতিহাসের Bluebeard এই মহিলাঃশিউরে উঠবেন বিস্তারিত জানলে!
বেলে গুনেসঃ ১৮৫৯ সালে আমেরিকায় জন্ম নেন। বেলে গুনেস ছিলেন উচ্চতায় ৬ ফুট এবং তার ওজন ছিল প্রায় ৯১ কেজি। তিনি একে একে খুন করেন তার দুই স্বামী এবং সন্তানদের । স্বামী-সন্তান ছাড়াও আরও প্রায় ডজনখানেক মানুষকে তিনি বিভিন্ন সময় হত্যা করেন ।
আর এসব হত্যার কারণ অন্য কিছু নয়, ইন্সুরেন্স পলিসি আর বিশাল টাকার লোভ। স্বামী-সন্তানদের হত্যা করে ইন্সুরেন্স পলিসির টাকার জন্য আর বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আরও যাদের হত্যা করেন তাদের টাকা আর সম্পত্তি হাতানোই ছিল মুখ্য কারণ। আর তাই আমেরিকার ক্রিমিনাল ইতিহাসে তার নাম দেয়া হয় Bluebeard হিসেবে।
No comments