Breaking News

কেন গরুর প্রস্রাব মোদির ভারতে একটি গরম পন্য!

ছবিঃhuffingtonpost

ভারতে গরুর দুধের ব্যবসার চেয়েও গরুর প্রস্রাবের ব্যবসা বেশি জনপ্রিয়তা লাভ করছে এবংবর্তমানে এটি একটি লাভ জনক ব্যবসায় পরিনত হয়েছে।ভারতে গরুর প্রস্রাব পবিত্র পানি হিসেবে ব্যবহার করা হচ্ছে,দেশটির বিতর্কিত যোগ গুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ বিশেষ অবদান রাখছে গরুর প্রস্রাব বিপনন  ও প্রচারে।
প্রতিষ্ঠানটি গরুর প্রস্রাব সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। দেশটির জনগণের মধ্যে এসব পণ্যের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।গরুর প্রস্রাব হতে তৈরি ফ্লোর পরিষ্কারক 'গুয়াইনাল' পতঞ্জলি আয়ুর্বেদের সবচেয়ে বেশী বিক্রিত পণ্য।

ভারতের নাগগুরে অবস্থিত গো-বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের দাবি, গরুর প্রস্রাব খুবই উপকারি পানীয়। এই তরল দিয়ে ঘরে বসেই ৩০টিরও অধিক রোগের ওষুধ তৈরি করা যায়।কিন্তু কি কি রোগের ঔষধ হিসেবে গরুর প্রস্রাব তারা ব্যবহার করছেন সেই ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। খাদ্য পণ্য উৎপাদন ও পথ্য হিসাবে গরুর প্রস্রাব ব্যবহারে দিন দিন রমরমা হয়ে উঠেছে ভারতীয় প্রস্রাব বাণিজ্য বলে খবর দিয়েছে ব্লুমবার্গ।
সুত্রঃযুগান্তর

No comments