নিজের মেয়ের রুমে ছেলে ঠুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল মা!
ঝালকাঠির রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামের শারমিন আক্তার তার মা গোলেনূর বেগমে ও কথিত স্বামী স্বপন খলিফার বিরুদ্ধে ১৬ আগস্ট রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
শারমিন অভিযোগ করেন, গত ২০১৫ সালের ৬ আগস্ট তাকে ডাক্তার দেখানোর কথা কথা বলে তার মা খুলনায় নিয়ে তার এক দুঃসম্পর্কীয় খালার বাসায় তোলেন, সেখানে আগে থেকে অভিযুক্ত স্বপন উপস্থিত ছিল।রাতে তার মা তাকে স্বপনের সাথে একত্রে থাকার জন্য জোরাজুরি করে,সে এতে সম্মত না হওয়ায় তাকে মারধোর করে স্বপনের সাথে এক রুমে বাইরে থেকে আটকে রাখে তার মা।
![]() |
ছবিঃ প্রথম আলো |
তার অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশ তার মা গোলেনূর বেগম ও কথিত স্বামী স্বপন খলিফাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
সূত্রঃপ্রথম আলো
No comments