Breaking News

রাজাপুরের মোশারফ স্যার ও একজন ওবায়দুল কাদের!

নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের  মোশারফ হোসেন সরকারি চাকুরি ছেড়ে দিয়ে জনশিক্ষা স্বার্থে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করা একজন মহান বড় মনের মানুষ।হয়তো ভাবছেন কে এই মহৎ ব্যাক্তি যিনি টাকার পেছনে না ছুটে মানুষের ভালবাসার পেছনে ছোটেন।মহান মোশারফ স্যার হলেন জনাব ওবায়দুল কাদের সাহেবের পিতা।

ছবিঃফেসবুক
ওবায়দুল কাদের (জন্মঃ ১ জনুয়ারি ১৯৫০) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। তাঁর অন্যান্য পরিচয়ের মধ্যে রয়েছে তিনি একজন সাংবাদিক এবং লেখক।
তথ্যসুত্রঃwikipedia.org

No comments