Breaking News

আট আংগুলের ইসমাঈল,কি তার অপরাধ!

ঢাকার অদূরে সোনারগাঁয়ের মোহাম্মদ ইসমাঈল হোসেন  আর্সেনিক বিষক্রিয়ার কারণে হারিয়েছেন তার হাতের দুটি আংগুল।
ছবি : রয়টার্স
আর্সেনিক প্রতি বছর আনুমানিক ৪০,০০০-৫০,০০০ বাংলাদেশীদের হত্যা করে।দেশের জনসংখ্যার অর্ধেক মানুষ আর্সেনিক বিষক্রিয়ার আওতায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার "নিরাপদ" পানীয় জলে আর্সেনিক প্রতি লিটার ১০ মাইক্রোগ্রাম হলে তা পান করা যায় কিন্তু বাংলাদেশের আর্সেনিক  ক্ষতিগ্রস্ত এলাকা গুলো তে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রা প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের চেয়ে ও বেশি।

আর্সেনিক বিষক্রিয়ার উপসর্গের হলো বমি, পেটে ব্যথা, ডায়রিয়া, রক্ত আমাশয়  ​​হতে পারে. দীর্ঘমেয়াদী বিষক্রিয়ায় ত্বক পুরু, গাঢ় ত্বকের গুটি, হৃদরোগ, অসাড়তা, এবং ক্যান্সার হতে পারে।
সুত্রঃscmp.com


No comments