Breaking News

মোস্তাফিজুর রহমান হলেন দ্বিতীয়!

বাংলাদেশ বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান, ১৯ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুই ওয়ানডেতে ১১ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে নজির স্হাপন করলে ও অভিষেক দুই ম্যাচে ১২ ইউকেট নিয়ে জিম্বাবুইয়ান ব্রায়ান ভিতোরি হচ্ছেন অভিষেক পর পর দুই ম্যাচে সর্বোচ্চ ইউকেট শিকারী বোলার।
ছবি ঃমোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করা, মোস্তাফিজুর রহমান একজন বাঁ-হাতি ফাস্ট বোলার হিসাবে জনপ্রিয়তা পান ভারতের বিপহ্মে অভিষেক ম্যাচে আগুন ঝড়ানো বোলিং করে,তার পর পর দুই ম্যাচের সাফল্যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে সিরিজ জয় পায় ভারতের বিপহ্মে।
সুত্রঃfirstpost.com

No comments